আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ম্যাচে নিজের সেরাটা দিতে পারেননি মোস্তাফিজুর রহমান।
৪ ওভারে ৪০ খরচ করেও কোনো উইকেট পাননি তিনি। তারপরও টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়েছেন এই টাইগার পেসার। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন নতুন ‘ডট মাস্টার’ মোস্তাফিজ।
শুক্রবার (৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে কিউই তারকা টিম সাউদিকে টপকে এই কীর্তি গড়েন কাটার মাস্টার।
এদিন ইনিংসের ১৬তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলের পঞ্চম বল দিয়ে ১১৩৮তম ডট করে সাউলিকে পাশে বসেন তিনি। এরপর ১৮তম ওভারের দ্বিতীয় বলের মাধ্যমে সাউলিকে ছাড়িয়ে শীর্ষে উঠে যান। পুরো ম্যাচে তিনি চার ওভারে সাতটি ডট বল দেন।
এখন পর্যন্ত ১২০ ইনিংসে ২৬১৬ বল করে মোস্তাফিয়ের ডট সংখ্যা ১১৪২। দুই নম্বরে নেমে যাওয়া সাদি ১২৩ ইনিংসে ২৭৫৩ বল করে ১১৩৮টি ডট দিয়েছেন।
এর আগে গত এশিয়া কাপের হংকংয়ের বিপক্ষে ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছিলেন মোস্তাফিফজ। বর্তমানে সাকিব তিন নম্বরে অবস্থান করছেন; ১২৫ ইনিংসে ২৭২০ বলের মধ্যে তিনি ১০৭৮টি ডট দিয়েছেন।
বাংলাদেশিদের মধ্যে মোস্তাফিজ ও সাকিবের পরে অবস্থান করছেন তাসকিন আহমেদ। ৮১ ইনিংসে ১৭৫৫ বলের মধ্যে তিনি ৮৩৮টি ডট দিয়েছেন।