কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ৫

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে।

- Advertisement -

আজ শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে টানেলের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। বাসটি জব্দ করেছে টানেল কর্তৃপক্ষ।

- Advertisement -google news follower

টানেল কর্তৃপক্ষ জানায়, দ্রুতগতিতে চলার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে যায়। এতে ৪–৫ জন যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর টানেল কর্তৃপক্ষ দ্রুত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

- Advertisement -islamibank

বিষয়টি নিশ্চিত করে টানেলে দায়িত্বরত বাংলাদেশ নৌবাহিনীর কর্নেল ফারুক আহমেদ বলেন, ‘অতিরিক্ত গতিতে চলার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। সৌভাগ্যবশত বড় ধরনের প্রাণহানি হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি।

বাসটি টানেল কর্তৃপক্ষ উদ্ধার করে জব্দ করে রেখেছে। এখনও আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। এ ঘটনায় চার–পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ