চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারে মিটার লাগাতে গিয়ে বিস্ফোরণ হয়ে মো. নজরুল ইসলাম (৩৩) নামে ওই হাসপাতালের এক কর্মচারী দগ্ধ হয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে লোহাগাড়া মা ও শিশু হাসপাতালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
মো. নজরুল ইসলাম ওই হাসপাতালের সিনিয়র সুপারভাইজার।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, অক্সিজেন সিলিন্ডারে মিটার লাগাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় ওই হাসপাতালের একজন কর্মচারী দগ্ধ হয়েছেন।
প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।