ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল আড়াই বছরের শিশুর

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ ইব্রাহিম নামের আড়াই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

- Advertisement -

ঘটনায় জান্নাতুল আইভি (৫) ও ওয়াসিফা (২) নামের আরো দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -google news follower

আজ শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের টিলাপাড়া এলাকার একটি ভাড়া বসতঘরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ইব্রাহিম ওই এলাকার পুকুরপাড়া এলাকার মো. বাদশা মিয়ার ছেলে। আইভি পার্শ্ববর্তী মোহাম্মদ আইয়ুব ও ওয়াসিফা পেয়ারুল ইসলামের কন্যা। তারাও ভাড়াটিয়া পরিবার হিসেবে সেখানে থাকতেন।

- Advertisement -islamibank

স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির নিচ তলায় সিঁড়ির নিচে খেলার সময় শর্ট-সার্কিট থেকে আকস্মিক বিদ্যুতায়িত হয়ে পড়ে ওই তিন শিশু।

দ্রত তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হলেও কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। অন্যদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী আবদুল বাছেত বলেন, ‘ওই বসতঘরের সিঁড়ির নিচে বিদ্যুতের তার শর্ট-সার্কিট হলে তিন শিশু খেলার সময় বিদ্যুতায়িত হয়। স্বজনেরা দ্রত সার্ভিস তার কেটে দিলে তারা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে শিশুর লাশ দাফনের ব্যবস্থা করা হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ