তিন বিভাগে ভারি বর্ষণের সতর্কতা

অনলাইন ডেস্ক

মৌসুমী বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয়। তবে অন্যান্য অঞ্চলে এর সক্রিয়তা অপেক্ষাকৃত কম। মৌসুমি বায়ুর সক্রিয়তা বেশি থাকায় দেশের উত্তরে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি তুলনামূলক বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরের তিন বিভাগের জন্য ভারি থেকে অতি ভারি বর্ষণের সতর্কতাও জারি করা হয়েছে।

- Advertisement -

ভারি বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার সকাল ১০টা পর্যন্ত রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটার বা বেশি) বর্ষণ হতে পারে।

- Advertisement -google news follower

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। আগামী সোমবার বৃষ্টিপাতের প্রবণতা কমবেশি একই রকম থাকতে পারে। পরদিন মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও তীব্রতা আরো কমতে পারে।

এদিকে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তরাঞ্চলের রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি বাড়তে পারে। এ সময় তিস্তার পানি সতর্কসীমায় প্রবাহিত হয়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভোগাই-কংস নদীর পানি বেড়েও সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ