কক্সবাজারের কৃষক ছোটন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে ধরা

অনলাইন ডেস্ক

কক্সবাজারের চকরিয়া থানাধীন চন্দ্রঘোনা এলাকায় কৃষক ছোটনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক দুই আসামিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

গোপন সোর্সের তথ্য মতে দুই আসামীর অবস্থান সনাক্তের পর শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তারকৃতরা হলো- পেকুয়া থানাধীন নোয়াখালী পাড়ার সৈয়দ আলম প্রকাশ গরু ছৈয়দ্যার ছেলে মো. জাহেদ (২৬) ও মো. তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ (২২)।

র‌্যাব জানায়, নিহত কৃষক ছোটন চকরিয়া থানাধীন সিকদার পাড়া এলাকার বাসিন্দা। সম্প্রতি প্রতিবেশি ফরিদ তার কাছ থেকে ব্যবহারের জন্য একটি টর্চ লাইট নিয়ে যায়।

- Advertisement -islamibank

পরে ছোটন ফরিদের কাছ থেকে টর্চ লাইটটি ফেরত চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডার হয়। এসময় ফরিদ ছোটনকে হত্যার হুমকি দেয়।

গত ৪ সেপ্টেম্বর ছোটন বাড়ি থেকে কৃষি কাজের উদ্দেশ্যে বের হয়ে হয়। চন্দ্রঘোনা এলাকায় ফরিদ এবং তার অন্যান্য সহযোগীরা ছোটনকে কুপিয়ে ও পিটিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা পরিবারকে খবর দিলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে চকরিয়া থানায় ৬ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

রবিবার দুপুরে র‌্যাব-৭ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সন্ধ্যা ৬টায় নগরীর পাহাড়তলী থানাধীন ইস্পাহানি মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রথমে জাহেদকে গ্রেপ্তার করে র‌্যাবের টিম। পরে তার দেয়া তথ্যমতে এ.কে খান মোড় থেকে অপর আসামি তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদকে গ্রেপ্তার করা হয়।

তাদেরকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানায় র‌্যাব।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ