আগুনে ১৯ ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার ‘হাজ্বী ইসমাইল মার্কেটে’ আগুন লেগে ১৯টি দোকান পুড়ে গেছে। শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

- Advertisement -

প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুন লাগার পর মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ কারণে দোকান মালিকরা মালামাল রক্ষা করতে পারেননি।

- Advertisement -google news follower

এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। এ সময় স্থানীয়দের পাশাপাশি বিজিবি সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তবে গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যায়।

- Advertisement -islamibank

বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী বলেন, একটি টায়ারের দোকান থেকে আগুন লাগে।

খবর পেয়ে পাশের মাটিরাঙা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৯টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তার ধারণা। তবে ক্ষয়ক্ষতি পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি তিনি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ