পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে কুয়েত ফেরত প্রবাসী মামা মো. হারুনুর রশিদ (৪৫)কে ছুরিকাঘাতে হত্যার দায়ে অভিযুক্ত ভাগ্নে শাহিন আলম (৩০)কে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ জেলার পত্নীতলা মহেশপুর কদমকুড়ি এলাকায় র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-৫ রাজশাহীর যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (৫ অক্টোবর) সকালে র্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শাহিন আলম নওগাঁ জেলার পত্নীতলা এলাকায় অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়। পরে র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-৫ রাজশাহীর যৌথ অভিযানে মহেশপুর কদমকুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
প্রসঙ্গত, প্রবাসী হারুনুর রশিদ গত ৩০ এপ্রিল তিন মাসের ছুটিতে দেশে ফেরেন। দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে গত ৯ জুলাই বিকেলে বোন শাহেনা বেগমের ঘরের চালের পানি তার উঠানে পড়াকে কেন্দ্র করে ভাগ্নে শাহিন আলমের সঙ্গে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে শাহিন ও তার সহযোগীরা হারুনের ওপর দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।