সাংবাদিকের ওপর হামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সিআরএফের

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে “এখন” টেলিভিশনের চট্টগ্রামের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন মো. পারভেজের উপর সন্ত্রাসী হামলা ও ক্যামেরা ভাঙ্চুর, মোবাইল ফোন, টাকা লুটের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নেতৃবৃন্দ।

- Advertisement -

আজ রবিবার সিআরএফ সভাপতি কাজী আবুল মনসুর এবং সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান।

- Advertisement -google news follower

সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর নেতৃবৃন্দ বলেন , পেশাগত দায়িত্ব পালনকালে প্রকাশ্যে দিবালোকে এই ধরনের নেককারজনক ও পৈশাচিক হামলা মেনে নেওয়া যায় না।

এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতাকে সংকুচিত করার ঘৃণ্য প্রক্রিয়া।

- Advertisement -islamibank

সিআরএফ নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ