চট্টগ্রাম থেকে অপহৃত শিশু কুমিল্লায় উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ মিয়াবাড়ী এলাকা থেকে অপহৃত হওয়া ছয় মাস বয়সী শিশু রুবাইয়া আক্তার তানহাকে কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

শনিবার (৪ অক্টোবর) রাতে কুমিল্লার রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে উদ্ধার হয় শিশুটি। এসময় অপহরণকারী সীমা আক্তারকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

- Advertisement -google news follower

গ্রেপ্তার সীমা আক্তার (৩২) হবিগঞ্জ জেলার সদর থানার ওমত নগর এলাকার মৃত আব্দুল খালেকের মেয়ে। আর অপহৃত শিশু রুবাইয়া ব্রাহ্মনবাড়ীয়ার কসবা এলাকার মো. রুবেলের মেয়ে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ অপহৃত শিশুটিকে উদ্ধার ও অপহরণকারী এক নারীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -islamibank

এ বিষয়ে তিনি জানান, গত ১ অক্টোবর বিকালে মনসুরাবাদ এলাকার ভাড়াঘর থেকে রুবেল নামে এক ব্যক্তির কন্যশিশুকে নিয়ে পালিয়ে যায় সীমা আক্তার নামে ওই নারী।

শিশুটিকে না পেয়ে তার পিতা থানায় অবগত করলে ঢাকা ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে আমরা অভিযান পরিচালনা করি।

একপর্যায়ে গতকাল সন্ধ্যা ৬টায় কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকা থেকে সীমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

অপহরণকারীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে জানালেন ওসি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ