ভারতের হাসপাতালের আইসিইউতে আগুন, ৬ রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরের প্রধান সরকারি পরিচালিত হাসপাতালের ট্রমা সেন্টারে আগুন লাগার পর কমপক্ষে ছয়জন রোগীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

সোমবার কর্মকর্তারা এই খবর জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

- Advertisement -google news follower

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে হাসপাতালের কর্মকর্তা অনুরাগ বলেন, জয়পুরের সাওয়াই মান সিং হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লাগে এবং দ্রুত পাশের একটি ওয়ার্ডে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, পাঁচজন রোগীর অবস্থা এখনো আশঙ্কাজনক। তবে রাজস্থানের সবচেয়ে বড় এই সরকারি হাসপাতালে দুটি ওয়ার্ড থেকে আরো ১৩ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হাসপাতালটিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে রোগী আসেন।

- Advertisement -islamibank

জয়পুর পুলিশের কমিশনার বিজু জর্জ জোসেফ জানান, ফরেনসিক বিজ্ঞান ল্যাবরেটরির তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ধারণ করা হবে। রাজস্থান রাজ্য সরকারও আগুন লাগার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে এএনআই জানিয়েছে।

সংবাদ সংস্থাটি আরো জানায়, তদন্তের আওতায় থাকবে—অগ্নিকাণ্ডের সময় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া, অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে গৃহীত পদক্ষেপগুলো।

ভারতে অতীতেও হাসপাতালগুলোতে একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার বেশ কয়েকটি ক্ষেত্রে কারণ হিসেবে শর্ট সার্কিটকে দায়ী করা হয়েছে।

গত বছরের নভেম্বরে উত্তর প্রদেশ রাজ্যের একটি নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে আগুন লেগে ১০ নবজাতক দগ্ধ ও শ্বাসরোধে মারা যায়।

তার আগে গত মে মাসে রাজধানী নয়াদিল্লির একটি বেবি কেয়ার হাসপাতালে আগুনে আরো ছয় নবজাতকের মৃত্যু হয়েছিল। সূত্র : রয়টার্স

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ