চট্টগ্রাম চেম্বারের নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক

শতবর্ষী ব্যবসায়িক সংগঠন চট্টগ্রাম চেম্বারের পরিচালক পদে নির্বাচনের জন্য ৬৩ জন চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

- Advertisement -

গতকাল রোববার বৈধ হওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করে নির্বাচন বোর্ড। ঋণ এবং পুলিশি প্রতিবেদন ঠিক না থাকায় তালিকা থেকে আটজনের নাম বাদ দেওয়া হয়েছে।

- Advertisement -google news follower

নির্বাচন বোর্ডের তথ্য মতে, চূড়ান্ত প্রার্থী তালিকায় সাধারণ শ্রেণি থেকে ৪১, সহযোগী শ্রেণি থেকে ১৬ এবং ট্রেড ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে তিনজন করে প্রার্থী হিসেবে মোট ৬৩ জন অন্তর্ভুক্ত হয়েছেন।

মনোনয়ন প্রক্রিয়ায় মোট ৭১টি আবেদন জমা পড়ে। প্রাথমিক যাচাইয়ে ৩৫টি মনোনয়ন বাতিল হয়েছিল। যাদের মনোনয়ন বাতিল হয়েছিল, তারা ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আপিল করার সুযোগ পান।

- Advertisement -islamibank

এর পর ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি শেষে গতকাল রোববার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

চট্টগ্রাম চেম্বারের সহকারী সচিব মো. তারেক জানান, সব শ্রেণি থেকে শুধু বৈধ প্রার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে ৮ অক্টোবর দুপুর ১টার মধ্যে আবেদন করতে পারবেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ