চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেছেন, আমরা নতুন ব্রীজ এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছি। এজন্য এখানে কিভাবে একটি সহনীয় ট্রাফিক ব্যবস্থা ধরে রাখা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি। ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়গুলো এখানে বহুমাত্রিক-রয়েছে নানান ধরনের চ্যালেঞ্জ ও সমস্যা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এ সমস্যার উত্তরণ ঘটাতে হবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও নাগরিক ভোগান্তি কমাতে সবার সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে নাগরিক সচেতনতা, সহযোগিতা ও পরিকল্পিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ ৮ অক্টোবর বুধবার দুপুর আড়াইটায় নগরীর অন্যতম ব্যস্ত এলাকা নতুন ব্রীজ (বাকলিয়া) এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সুষ্ঠুু ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত সমন্বয় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় নতুন ব্রীজ এলাকার সড়ক ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ, স্কুল ও বাজারকেন্দ্রিক যানজট, পথচারী নিরাপত্তা, অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং যানবাহনের গতিশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথি সভায় উপস্থিত সাংবাদিক ও স্টেকহোল্ডারদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং তাদের গঠনমূলক পরামর্শ সাদরে গ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা যৌথভাবে নগরীর এই গুরুত্বপূর্ণ এলাকায় টেকসই ও নাগরিকবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার প্রত্যয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলমগীর হোসেনসহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিবৃন্দ।
জেএন/এমআর