নগরের নাসিরাবাদে চট্টগ্রাম ন্যাশনাল পাবলিক স্কুল মাঠে সমাজসেবক রিপন ও যুবলীগ নেতা মো. তাজউদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে ১০০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী ও ২০০ জন অস্বচ্ছল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
অনুষ্ঠানে মেয়র বলেন, উন্নত বিশ্বে বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, গরীব মেধাবীদের বৃত্তি প্রদানসহ নাগরিকদের নানামুখী সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করে সরকার। এজন্য ওই দেশগুলোতে ওয়েলফেয়ার সোসাইটি গড়ে তোলা হয়েছে। আমাদের দেশেও ধীরে ধীরে ওয়েলফেয়ার সোসাইটি গড়তে কাজ করে যাচ্ছে সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর মোরশেদ আলম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আসাদ সর্দার, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল।