মার্কিন যুক্তরাষ্ট্রে শাটডাউনের প্রভাবে দেশটির যে সব কর্মীরা গাঁজা কিনতে পারছেন না, তাদেরকে বিনামূল্যে গাঁজা দেওয়া হবে বলে জানিয়েছে‘বাডট্রেডার’ যুক্তরাষ্ট্রের অন্যতম গাঁজা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান।
শাটডাউনের প্রভাবে বেশ কিছুদিন ধরে এই অবস্থা চলার কারণে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রায় আট লাখ কর্মী বেতন পাচ্ছেন না বলে জানা গেছে। এরকম পরিস্থিতিতে সে দেশের বেতন না পাওয়া কর্মীদের ‘সুখবর’ দিয়েছে বাডট্রেডার গাঁজা প্রস্তুতকারক প্রতিষ্ঠান। খবর ইন্ডিয়া টাইমস
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওই প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, যে সব কর্মীরা এখনো বেতন পাননি, তাদের বিনামূল্যে গাঁজা দেওয়া হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব পেজে একটি পোস্ট দিয়েছে।
ফেসবুকের ওই পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, বাডট্রেডার বিনামূল্যে ওই সব কর্মীদের গাঁজা দেবে এবং অবশ্যই তা ব্যবহারবিধি মেনে নির্দিষ্ট পরিমাণ দেওয়া হবে।