ফিলিপাইনের দক্ষিণে একটি গির্জায় জোড়া বোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪২ জন।
জোলো দ্বীপে একটি রোমান ক্যাথলিক ক্যাথেড্রলে সানডে মাস উদযাপনের সময় প্রথম বিস্ফোরণ ঘটে। সেনাবাহিনী এ হামলার জবাব দিতে গেলে গির্জার পার্কিং এলাকায় দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটে।
এই এলাকাটি ঐতিহাসিকভাবে মুসলমান অধ্যুষিত। গত সপ্তাহেই এই এলাকায় বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে গণভোট অনুষ্ঠিত হয়।
জোলো বহু দিন ধরেই ইসলামী জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। অন্যান্য জঙ্গি গ্রুপের সঙ্গে এখানে রয়েছে কুখ্যাত আবু সায়াফ গ্রুপ।
স্থানীয় সময় রোববার (২৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় কাউন্ট কারমেলের ‘ক্যাথেড্রল অব আওয়ার লেডি’ গির্জায় প্রথম বোমা বিস্ফোরণ ঘটে।
নিহতদের মধ্যে বেসামরিক লোক ও সেনাসদস্য রয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা নিয়ে মতভেদ আছে।