সংসদে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অটল আছে জাতীয় ঐক্যফ্রন্ট। জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৮ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
গণফোরাম সদস্যদের শপথ নেওয়ার বিষয়ে বিএনপি কিছু জানে না বলে জানিয়ে রিজভী বলেন, এটা অপপ্রচার।
রিজভী আরও বলেন, দলীয় সিদ্ধান্ত ছাড়া তারা কীভাবে শপথ নেওয়ার কথা বলেন। সবাই ঐক্যবদ্ধ আছে। যা করা হবে সবার মিলিত সিদ্ধান্তেই হবে।
গণভবনে চায়ের দাওয়াত সম্পর্কে রিজভী বলেন, আমি একা বললে তো হবে না। যারা সিনিয়র আছেন, তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যথাসময়ে জানতে পারবেন।
আইন নিজস্ব গতিতে চলছে না, আইন ক্ষমতাসীনদের হাতের মুঠোয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতাসীনদের বেআইনি বলপ্রয়োগের কারণে জনজীবনে অরাজকতার গভীর অন্ধকার নেমে এসেছে।
আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের ফাঁড়া কাটবে না বলেও মন্তব্য করেন রিজভী।