নিজের স্ত্রীকে প্রতিবেশী যুবকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলায় কাঠের বাটাম দিয়ে আঘাত করে ওই যুবককে হত্যা করেছেন উত্তেজিত স্বামী। পরে স্বামী মো. ইমরান নাজির (৩৩) পালিয়ে গেলেও ঘটনার ১২ ঘণ্টার মাথায় তাকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ।
গ্রেপ্তারের পর মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালতে ঘটনার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি ইমরান নাজির।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জয়নিউজকে বলেন, প্রতিবেশী যুবক জাহাঙ্গীরের সঙ্গে স্ত্রী রাহেলাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন ইমরান। তখন রাগের মাথায় কাঠের বাটাম দিয়ে জাহাঙ্গীরকে মাথায় আঘাত করেন ইমরান নাজির। পরে গুরুতর আহত জাহাঙ্গীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সদীপ কুমার দাশ আরো বলেন, ঘটনার ১২ ঘণ্টার মাথায় সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় হালিশহরের শান্তিবাগ আবাসিক এলাকা থেকে ইমরান নাজিরকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় ব্যবহৃত বাটামটিও উদ্ধার করেছে পুলিশ। পরে মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালতে ঘটনার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি ইমরান নাজির।