দীর্ঘ ৫ বছর পর হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে তাঁর জব্দকৃত পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী প্রধানমন্ত্রীর সামরিক সচিবের সঙ্গে ফোনালাপে আল্লামা বাবুনগরীর পাসপোর্ট ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
হেফাজত আমীরের সঙ্গে ফোনালাপে প্রধানমন্ত্রীর সামরিক সচিব আল্লামা বাবুনগরীর পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার আশ্বাস দেন।
এর প্রেক্ষিতে মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বারডেম হাসপাতালে এসে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবদীন আল্লামা বাবুনগরীর হাতে পাসপোর্ট তুলে দেন। রাত ৮টার দিকে মুঠোফোনে এ বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় আমির মাওলানা ক্বারী আতাউল্লাহ বিন হাফিজি ও আল্লামা বাবুনগরীর জামাতা মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
বর্তমানে আল্লামা বাবুনগরী বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।