পেকুয়ায় ছাত্রলীগকর্মী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পেকুয়ায় নির্বাচনি সহিংসতায় নিহত ছাত্রলীগ কর্মী ফারুখ হত্যা মামলার আসামি মো. ইসমাইলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। ইসমাইল এ মামলার এজাহারভুক্ত আসামি।

- Advertisement -

বুধবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজাখালী আরবশাহ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইসমাইল রাজাখালীর মাতব্বর পাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে।

- Advertisement -google news follower

রাজাখালী পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারুক হত্যা মামলার আসামি ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের দিন রাজাখালীর মাতব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপি-জামায়াতের সমর্থকরা ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল ফারুককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এসময় আরো ৩ থেকে ৪ জন গুরুতর আহত হন। এ ঘটনায় ফারুকের চাচা আবুল বশর বাদী হয়ে ৩৭ জনকে আসামি করে পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জয়নিউজ/গিয়াস/পলাশ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM