ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭

ভারতের বিহারে দিল্লিগামী একটি ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২৪ জন।

- Advertisement -

রোববার ( ৩ ফেব্রুয়ারি) ভোরে পাটনা থেকে ৩০ কিলোমিটার দূরে বিহারের হাজিপুরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

- Advertisement -google news follower

খবরে বলা হয়েছে, যোগবাণী-আনন্দবিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেসের যাত্রীদের শনিবার রাত ৩.৫৮ মিনিটে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। এ সময় শাহাদাই বুজুর্গের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়।

পশ্চিমবঙ্গের শোনপুর ডিভিশন সূত্র জানিয়েছে, ৩.৫২ মিনিট নাগাদ মেহনার রোড দিয়ে ট্রেনটি যাচ্ছিল। তার কিছুক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে।
রেলমন্ত্রী পীযূষ গোয়াল টুইটবার্তায় এই দুর্ঘটনার কথা জানিয়েছেন। ত্রাণকাজ শুরু হয়েছে বলেও টুইট করেছেন তিনি।

- Advertisement -islamibank

এক প্রত্যক্ষদর্শী জানান, দিল্লি-বিহার রুটের ট্রেনগুলো অতিরিক্ত যাত্রী পরিবহন করে। এই ট্রেনে অসংখ্য যাত্রীরই রিজার্ভেশন থাকে না। শুধুমাত্র জেনারেল টিকিট কেটেই অসংখ্য ব্যক্তি ট্রেনে যাতায়াত করে। ফলে দুর্ঘটনার পর আহত কিংবা মৃত যাত্রীদের পরিচয় খুঁজে পেতেও সমস্যা হচ্ছে।

জয়নিউজ/বিশু/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM