নতুন সরকারের সাফল্যের খাতায় যোগ হলো আরেকটি পালক। শপথ নেওয়ার প্রথম মাসেই দেশে এসেছে রেকর্ড রেমিটেন্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০১৯ সালের জানুয়ারিতে ১৫৯ কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা এক মাসের হিসেবে রেকর্ড।
সে হিসেবে গত বছরের জানুয়ারির চেয়ে ১৫ দশমিক ২৫ শতাংশ এবং আগের মাস ডিসেম্বরের চেয়ে ৩২ দশমিক ২ শতাংশ বেশি রেমিটেন্স এসেছে দেশে।
প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালের জুলাই মাসে এক মাসে সর্বোচ্চ ১৪৯ কোটি ২৪ লাখ ডলার রেমিটেন্স এসেছিল।
এছাড়া গত সাত মাসের হিসেবেও দেশে রেমিটেন্স এসেছে আগের চেয়ে বেশি। ২০১৮-১৯ অর্থবছরের প্রথম সাত মাসে অর্থাৎ জুলাই-জানুয়ারি সময়ে ৯০৮ কোটি ১৩ লাখ (প্রায় ৯.০৮ বিলিয়ন) ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
অন্যদিকে ২০১৭-১৮ অর্থবছরের একই সময়ে পাঠিয়েছিলেন ৮৩১ কোটি ২০ লাখ (৮.৩১ বিলিয়ন) ডলার। সে হিসাবে সাত মাসে রেমিটেন্স বেড়েছে ৯ দশমিক ২৫ শতাংশ।