কর্ণফুলীতে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

৫ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। রোববার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কর্ণফুলী থানার কলেজবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

গ্রেপ্তার দুইজন হলেন- রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. সাব্বির (২৯) ও ভোলা জেলার বোরহানউদ্দিন কাইচ্ছা এলাকার মোজাম্মেল হকের ছেলে মো. জসিম উদ্দিন (৪২)।

- Advertisement -google news follower

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর মাহমুদ জয়নিউজকে বলেন, রোববার বিকেলে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে কলেজবাজার এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তাদের দু’জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনের মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

জয়নিউজ/রুবেল/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ