নগরের বাকলিয়া বউবাজার এলাকায় আগুনে পুড়ে গেছে ১১টি গুদামঘর। রোববার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের চন্দনপুরা, নন্দনকানন ও লামাবাজার ইউনিটের ৭টি গাড়ি প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে গার্মেন্টসের ঝুট,সেলাই মেশিন ও পলিথিন সামগ্রী পুড়ে যায়। ক্ষয়ক্ষতি হয়েছে ৬ লাখ টাকার।
এ ব্যাপারে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহ-পরিচালক জসিম উদ্দিন জয়নিউজকে বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।