ঢাকার ‘মধুর প্রতিশোধে’ বিদায় চিটাগং

মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সাকিবের ঢাকা ডায়নামাইটস। বাঁচা-মরার এলিমিনেটর ম্যাচে ঢাকার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে চিটাগং। অথচ এই ঢাকাকেই লিগ পর্বে দুই ম্যাচেই হারিয়েছিল চিটাগং।

- Advertisement -

সোমবার (৪ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় চিটাগং ভাইকিংস।

- Advertisement -google news follower

ব্যাট করতে নেমে দুই ওপেনার বড় করতে পারেননি উদ্বোধনী জুটি। মাত্র ২২ রানের মাথায় ৮ রান করে সাজঘরে ফেরেন ইয়াসির আলি। দুই নম্বরে ব্যাট করতে আসা সাদমান ইসলামকে নিয়ে প্রাথমিক ধকলটা সামাল দেন ওপেনার ক্যামেরুন ডেলপোর্ট।

ডেলপোর্ট ৩৬ রান করে ফেরেন রানআউট হয়ে। এরপর মুশফিক ফেরেন মাত্র ৮ রান করে। ২৪ রান করা সাদমানকে আউট করেন সুনীল নারিন। অন্যদের মধ্যে মোসাদ্দেক হোসেন করেন ৩৫ বলে ৪০ রান।

- Advertisement -islamibank

২০ ওভার শেষে ৮ উইকেটে ভাইকিংসের দলীয় সংগ্রহ থামে ১৩৫ রানে। ঢাকার হয়ে সুনীল নারিন নেন ৪ উইকেট, এছাড়া ১টি করে উইকেট নেন রুবেল হোসেন আর কাজী অনিক।

চিটাগংয়ের দেওয়া লক্ষ্য সহজেই টপকে যায় ঢাকা ডায়নামাইটসের। ঢাকার উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা খেলেন ৪৩ বলে ৫১ রানের ইনিংসে। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান নারিন খেলেন ১৬ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস। দুই নম্বরে ব্যাট করে রনি তালুকদার করেন ১৩ বলে ২০ রান। যদিও শূন্য হাতে ফেরেন সাকিব।

নুরুল হাসান সোহান অপরাজিত থাকেন ১৯ রানে। ১৭ ওভারেই ম্যাচ জিতে যায় ঢাকা। ৬ উইকেটের জয়ে সাকিবের ডায়নামাইটস টিকে রইল কোয়ালিফায়ার-২ খেলার জন্য।

ভাইকিংসের হয়ে ৩ উইকেট নেন খালেদ আহমেদ। ১টি উইকেট নেন নাঈম হাসান। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সুনিল নারীন।

জয়নিউজ/পার্থ নন্দী/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM