সেন্টমার্টিন থেকে ৩০ মাইল উত্তর-পশ্চিমে প্রায় দেড়শ’ মিটার গভীর সাগরে ‘এফভি শাহ বদর-২’ নামে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় একজনের মরদেহ ও পাঁচ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে চারটায় সাগরে আকস্মিক ঝড়ে ট্রলারটি ডুবে যায়।
কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সাইফুল ইসলাম জয়নিউজকে বলেন, ফিশিং ট্রলারটিতে ২০ জন মাঝিমাল্লা ছিল। এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ডের দুইটি ও অপর ১৭টি ফিশিং ট্রলার নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।