খ্রিস্ট ধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের অনুসারীদের শনিবার দিনের বেলায় লেখালিখি নিষিদ্ধ। তাই ওই সম্প্রদায়ের অনুসারী রিকি দিনে নয়, এবার এসএসসি পরীক্ষা দেবেন রাতে।
রিকি হালদারের আবেদন বিবেচনায় নিয়ে ধর্মীয় রীতি আমলে নিয়ে তাকে রাতে পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে যশোর শিক্ষাবোর্ড। ফলে তাকে পরীক্ষায় অংশ নিতে হবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। সেজন্য ৩ ঘণ্টার এসএসসি পরীক্ষায় অংশ নিতে অতিরিক্ত ৮ ঘণ্টা কেন্দ্রে বসেই অপেক্ষা করতে হবে রিকি হালদারকে।
এককথায় বলতে গেলে ৩ ঘণ্টার পরীক্ষা শেষ হচ্ছে ১১ ঘণ্টায়! যদিও সহপাঠীদের সঙ্গে সকালেই কেন্দ্রে ঢুকতে হবে তাকে। আর বের হতে হবে পরীক্ষা শেষ করে রাত ৯টার পর। এমন ঘটনা যশোর শিক্ষাবোর্ডের এসএসসির ইতিহাসে এটিই প্রথম। তিনি যশোর শিক্ষাবোর্ডের অধীনে কুষ্টিয়ার কুমারখালী সদরের ‘পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের’বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।