২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সরফরাজ আহমেদের কাঁধেই থাকছে পাকিস্তান দলের নেতৃত্বভার। এমনটিই নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এর আগে ২০১৬ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান সরফরাজ। ২০১৭ সালে সব ফরম্যাটের নেতৃত্ব বর্তায় তার কাঁধে। তার নেতৃত্বেই গত চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে পাকিস্তান।
গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে বর্ণবাদী মন্তব্য করেন সরফরাজ। এর ফলে তার বিরুদ্ধে আইসিসির অ্যান্টি রেসিজম কোড ভঙ্গের অভিযোগ আনা হয়, যার জেরে নিষিদ্ধ হন চার ম্যাচ। তার বদলে শোয়েব মালিককে সফরের বাকি ম্যাচগুলোর জন্য নেতৃত্ব দেওয়া হয়।
সরফরাজের অধিনায়কত্ব বহাল রাখার কথা জানিয়ে পিসিবি’র চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘আমি এটা নিশ্চিত করতে পেরে আনন্দিত যে, আসন্ন বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকছে সরফরাজ।’