প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ হাজার ৬২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার নতুন ৬টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন।
বুধবার (৬ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তের এ ছয়টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন।
নতুন এসব বিদ্যুৎকেন্দ্রের মধ্যে রয়েছে চট্টগ্রামের ১০০, চাঁদপুরের ২০০, আশুগঞ্জের ১৫০, রূপসার ১০৫, সিরাজগঞ্জের ২৮২ এবং ভোলার ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র।
এছাড়া জাতীয় গ্রিডে সংযুক্ত নয়টি গ্রিড উপকেন্দ্র ও ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।