পূর্ববঙ্গ তথা চট্টগ্রামে খ্রিস্টবিশ্বাস আগমনের ৫০০ বছর উদ্যাপন করবে কাথলিক খ্রিস্টানরা। কর্ণফুলি থানার দৌলতপুরের মরিয়ম আশ্রমে এ উপলক্ষে দুইদিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।
বুধবার (৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম আর্চডাইয়োসিসের মেট্রোপলিটন আর্চবিশপ মজেস কস্তা।
তিনি জানান, ১৫১৮ খ্রিস্টাব্দে পর্তুগিজ বণিকদের আগমনের মধ্যদিয়ে চট্টগ্রামে খ্রিস্টবিশ্বাসের আগমন ঘটে। খ্রিস্টবিশ্বাসের এ ৫০০ বছরে বর্তমানে বাংলাদেশে কাথলিক খ্রিস্টান রয়েছে ৩ লাখ ৮০ হাজার, যার মধ্যে চট্টগ্রামে রয়েছে ৩৩ হাজার। ২০১৭ সালের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ( ৭ ফেব্রুয়ারি) ও শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সারাদেশের কাথলিক খ্রিস্টানরা উদ্যাপন করবেন পূর্ববঙ্গ তথা চট্টগ্রামে কাথলিক খ্রিস্টবিশ্বাস আগমনের ৫০০ বছর। এ উপলক্ষে সারাদেশ থেকে কাথলিক ভক্তরা সমবেত হবেন কর্ণফুলী থানার দৌলতপুরের মরিয়ম আশ্রম দিয়াংয়ে।
বৃহস্পতিবার ৬০০ খ্রিস্টশহীদ সমাধিস্থানে মঙ্গল প্রার্থনার মধ্যদিয়ে এ উৎসব শুরু হবে। সন্ধ্যায় নগরের পাথরঘাটার বিশপ ভবনে আন্তঃধর্মীয় সভা অনুষ্ঠিত হবে। শুক্রবার মহাখ্রিস্টযাগের মধ্যদিয়ে এর সমাপনী হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাদার গর্ডেন ডায়েস, লেনার্ড রিবেরু, টেরেন্স রড্রিক্স, তীর্থোৎসবের আহ্বায়ক জেমস গোমেজ।