পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শমূলক কমিশনের (জেসিসি) পঞ্চম বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করছেন। জেসিসি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সুষমা স্বরাজ। বুধবার (৬ ফেব্রুয়ারি) রাতে তিনি নয়াদিল্লি পোঁছান।
সফরকালে দ্বিপাক্ষিক বাণিজ্য, রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের অধিকতর সমর্থন চাইবে বাংলাদেশ। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হবে।
নরেন্দ্র মোদী ও সুষমা স্বরাজ ছাড়াও দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
প্রসঙ্গত, সর্বশেষ জেসিসি বৈঠক ২০১৭ সালের অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত হয়।