মিরসরাই কলেজ সড়কের কাঁচাবাজারে আগুনে পুড়ে গেছে ১৩টি দোকান।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি)রাত ১২টা ১৫ মিনিটের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে মিরসরাই, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশনের ৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৪ ঘণ্টা চেষ্টার পর ভোর ৪টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওষুধ,কনফেকশনারি, মুদি,কীটনাশক,জুতা ও লন্ড্রি দোকানের মালামাল পুড়ে যায়।
এ ঘটনায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসিম উদ্দিন জয়নিউজকে বলেন,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ৩টি ইউনিটের ফায়ার সার্ভিস কর্মীরা ভোর ৪টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়নিউজ/পলাশ/আরসি