মালদ্বীপে ৮০ বাংলাদেশি আটক

মালদ্বীপে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে ৮০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। মালদ্বীপের অনলাইন নিউজ পোর্টাল রাজি এ তথ্য জানিয়েছে।

- Advertisement -

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অবৈধ অভিবাসীদের শনাক্ত করার জন্য মালদ্বীপ ইমিগ্রেশন   রাজধানী মালের বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়।

- Advertisement -google news follower

ইমিগ্রেশন ও মালদ্বীপ পুলিশের এই অভিযানে ৮০ বাংলাদেশিকে আটক করা হয়।

ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন, আটক শ্রমিকদের ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নেওয়া হবে। যাদের কাছে বৈধ কাগজপত্র পাওয়া যাবে না, তাদের প্রত্যাবাসন করা হবে।

- Advertisement -islamibank

গত ১৭ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল মো. আহমেদ হোসেন হানাফি বলেছিলেন, বর্তমানে মালদ্বীপে ২ লাখের বেশি অভিবাসী শ্রমিক রয়েছে, যার মধ্যে এক লাখ ৪৪ হাজার ৬০৭ জন বৈধ এবং ৬৩ হাজার অবৈধ।

এই অবৈধ শ্রমিকদের বেশিরভাগই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।

জয়নিউজ/আরসি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM