আবারও আঙুলের ইনজুরিতে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ কারণে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের নিউজিল্যান্ড সফরের সম্ভাবনা শেষ হয়ে গেল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ব্যাটিংয়ের সময় থিসারা পেরেরার বলে বাঁহাতের অনামিকায় চোট পান সাকিব। ম্যাচ শেষে স্ক্যানে ধরা পড়ে চিড়।
মাসখানেকের মধ্যে সাকিবের আর মাঠে ফেরা হচ্ছে না উল্লেখ করে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘ম্যাচের পরেই সাকিবের এক্সরে করানো হয়েছে এবং আমরা নিশ্চিত হয়েছি তার আঙুলে চিড় আছে। এই চোট সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ লেগে যাবে।’
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের উদ্দেশে শনিবার রাতেই ঢাকা ছাড়ার কথা ছিল সাকিবের। ইনজুরির কারণে পুরো সিরিজটাই শেষ হয়ে গেল তার।