নগরের ৪১টি ওয়ার্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুরা খাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ২২নং এনায়েত বাজার ওয়ার্ডে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পসুল খাইয়ে দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এসময় মেয়র বলেন, ভিটামিন ‘এ’ শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শিশুমৃত্যুর হার কমায়। এবার নগরের ৪১টি ওয়ার্ডের ১ হাজার ২৮৮টি কেন্দ্রে ৫ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ব্যবস্থাপনায়।
তিনি আরো বলেন, ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে একটি করে নীল রঙের (১ লাখ ইউনিট) ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের (২ লাখ ইউনিট) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্লাহ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী।