আবারও মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ভারতের যোগগুরু বাবা রামদেব। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) তিনি বলেছেন, ভগবান শ্রী রামচন্দ্র শুধু হিন্দুদের নয়, মুসলমানদেরও পূর্বপুরুষ ছিলেন।
তিনি আরো বলেন, রাম মন্দির নির্মাণ ভোট ব্যাংকের রাজনীতি নয়, এই মন্দির জাতীয় গর্ব।
রামমন্দির অযোধ্যায় না হলে কোথায় তৈরি হবে এ নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি জোর দিয়ে বলেন, অযোধ্যাতেই তৈরি হবে রাম মন্দির। তিনি বলেন, অবশ্যই এ মন্দির সৌদি আরবের পবিত্র শহর বা ভ্যাটিকান সিটিতে নির্মাণ হবে না।
এর আগে তিনি বলেছিলেন, রাম মন্দির নিয়ে শিগগিরই আইন নিয়ে আসা উচিত।