নগরের বায়েজিদের বস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ৮১ বসতঘর পুড়ে গেছে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে অক্সিজেন এলাকায় এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন জয়নিউজকে বলেন, অক্সিজেন এলাকায় কেডিএস গলির পিছনের বস্তিতে অগ্নিকাণ্ডে ৮১ বসতঘর পুড়েছে। খবর পেয়ে আগ্রাবাদ, চন্দনপুরা ও বায়েজিদ ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। তিন ঘণ্টার চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।