সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমার শেষদিন আজ

একাদশ সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন সোমবার (১১ ফেব্রুয়ারি)।

- Advertisement -

রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবুল কাসেম বলেন, সোমবার বিকাল ৫টা পর্যন্ত ইসি সচিবালয়ে রিটার্নিং অফিসারের কাছে প্রার্থী/প্রস্তাবক/সমর্থক মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

- Advertisement -google news follower

বিদ্যমান আইন অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সদস্যরা সংরক্ষিত আসনে নির্বাচনের ভোটার হন।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি সংরক্ষিত আসন পাবে।

- Advertisement -islamibank

স্বতন্ত্র ৩ জন সাংসদ জোট হয়ে সংরক্ষিত নারী আসনে একজনকে প্রার্থী দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিএনপি ও গণফোরামের সদস্যরা শপথ না নেওয়ায় তাদের বরাদ্দ ১টি নারী আসন স্থগিত থাকছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার মনোনয়নপত্র জমার পর মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বাছাই এবং প্রত্যাহারের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM