পাথরঘাটা সিটি করপোরেশন কলেজের একাডেমিক ভবন উদ্বোধন

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত পাথরঘাটা সিটি করপোরেশন কলেজের ৫ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

- Advertisement -

সোমবার (১১ ফেব্রুয়ারি) চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন ভবনটির উদ্বোধন করেন।

- Advertisement -google news follower

নবনির্মিত ভবনটিতে আইসিটি সুবিধাসহ ক্লাসরুম, স্বতন্ত্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, মাল্টিপারপাস হলরুম, গালর্স কমনরুম, মেডিকেল রুম, মিটিং রুম, শিক্ষক রুম, টিচার্স কমনরুম, এডমিশন ও একাউন্ট সেকশন, ক্যান্টিন ও বাথরুম ব্লক রয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমাতে চসিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতি বছর প্রায় সাত হাজার শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হচ্ছে।

- Advertisement -islamibank

মেয়র বলেন, বর্তমান সরকারের ২০২১ ও ২০৪১ রূপকল্প বাস্তবায়নে শিক্ষার্থীদের সৃজনশীল, সৃষ্টিশীল, মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল বালির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত  কাউন্সিলর লুৎফুনন্নেছা দোভাষ বেবী, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, চসিক সাবেক কমিশনার মো. জালাল উদ্দিন ইকবাল, পরিচালনা পর্ষদের সদস্য ফজলে আজিজ বাবুল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. ফরহাদুর রহমান চৌধুরী।

এতে রাজনীতিক সফিকুর রহমান সিকদার, আবছার আহমদ, আশফাক আহমদ, আনিসুল হক, পুলক খাস্তগীর, সুমন ও প্রকৌশলী মো. দিলদার হোসেন উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM