আগের দিনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনে ১৪ কনটেইনার মেয়াদোত্তীর্ণ নিলাম অযোগ্য পণ্য ধ্বংস করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের হালিশহর আবর্জনাগারে আমদানি হওয়া নষ্ট পণ্যগুলো ধ্বংস করা হয়।
চট্টগ্রাম কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সাধন কুমার কুন্ডু জয়নিউজকে বলেন, দ্বিতীয় দিনে ১৪ কনটেইনার মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়েছে। আপেল, কমলা, ম্যান্ডারিন, আদা, পেঁয়াজ, শিশুদের প্যাম্পার্সসহ বিভিন্ন ধরনের রাসায়নিক পণ্য ধ্বংস করা হয়।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে মামলা বা বিভিন্ন কারণে খালাস না হওয়ায় আমদানিকৃত পণ্যগুলো জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছিল। এসব পণ্য ধ্বংস করার লক্ষ্যে জেলা প্রশাসন, বন্দর, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির তত্ত্বাবধানে এক সপ্তাহের মধ্যে ১২৮ কনটেইনার পণ্য ধ্বংস করা হবে।