পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাঙালির কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখে আমরা এগিয়ে যাবো বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) নগরের সিআরবি শিরীষতলায় প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে বসন্ত উৎসব উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, শীতের আড়মোড়া ভেঙ্গে গাছে গাছে নতুন জীবনের কুঁড়ি জানিয়ে দেয় আজ বসন্ত। আমাদের সবার জীবন ভরে উঠুক বসন্তের সুখ বার্তায়।
প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন প্রাবন্ধিক কবি আবুল মোমেন, চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী, দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই ভট্টাচার্য, শ্যামল পালিত ও মো. শাহাবুদ্দীন।