কক্সবাজারের পেকুয়ায় নার্সের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা পপি আকতারকে সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে পেকুয়া বাজারে অবস্থিত প্যান ইসলামিক হাসপাতালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগির পরিবার ক্ষিপ্ত হয়ে হাসপাতাল ঘেরাও করলে স্থানীয় ব্যবসায়ীরা তাদের নিবৃত্ত করেন।
প্রসূতি পপি আকতার পেকুয়া বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা গ্রামের মো. রহিমের স্ত্রী। মো. রহিম বলেন, আমার স্ত্রীর ব্যথা শুরু হলে বুধবার সকালে পেকুয়া বাজারের প্যান ইসলামিক হাসপাতালে ভর্তি করি। ডাক্তার না থাকায় নার্স সামারু বেগম ডেলিভারি করাতে গিয়ে নবজাতকের মাথা থেতলে দেন। এরপর মৃত সন্তানসহ আমার স্ত্রীকে আটকে রেখে ৩ হাজার টাকা আদায় করেন।
তিনি বলেন, বিয়ের ৫ বছর পর আমার স্ত্রী সন্তান ধারণ করেছে। তাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।
তবে এ বিষয়ে নার্স সামারু বেগম বলেন, বাচ্চার নর্মাল ডেলিভারি হয়। পানিশূন্যতার কারণে বাচ্চার মৃত্যু হয়েছে। চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না।
প্যান ইসলামিক হাসপাতালের পরিচালক বেলাল উদ্দিন বলেন, বাচ্চা ডেলিভারি আমাদের হাসপাতালে হয় না। তারপরও নার্স সামারু অন্যায়ভাবে বাচ্চার ডেলিভারি করিয়েছেন। এ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
পেকুয়া থানা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ছাবের আহমদ বলেন, পেকুয়া বাজারের প্যান ইসলামিক হাসপাতালে কোনো নিয়মানীতি নেই। সেখানে নার্সের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক।
তিনি এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।