পুরান ঢাকার একই এলাকায় থাকেন জোভান আহমেদ ও মেহজাবিন চৌধুরী। মেহজাবিনকে খুবই পছন্দ করেন জোভান। এককথায় তার প্রেমে পড়েছেন। মেহজাবিনকে দেখার জন্য প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকেন।
মেহজাবিন রক্ষণশীল পরিবারের মেয়ে। তার বাবা এলাকার প্রভাবশালী ব্যক্তি। জোভানের ভালোবাসার কথা বোঝেন মেহজাবিন। তিনি নিজেও জোভানকে ভালোবাসেন, কিন্তু প্রকাশ করতে পারেন না। এই পাওয়া না পাওয়ার মধ্যেই থেকে যায় তাদের ভালোবাসা।
এমনই গল্প নিয়ে একটি টেলিফিল্ম ‘গল্পটি হতে পারতো ভালোবাসার’। নির্মাণ করেছেন জনপ্রিয় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। রচনা করেছেন ফারিয়া হোসেন।
চয়নিকা বলেন, এটি আমাদের অনেক পছন্দের একটা প্রজেক্ট। আমি বিশ্বাস করি, টেলিফিল্মটির গল্প দর্শকরা খুব পছন্দ করবেন।
নায়ক জোভান আহমেদ বলেন, গড়পড়তার বাইরে অন্যরকম একটি কাজ এটি। সবাইকে টেলিফিল্মটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
প্রসঙ্গত, টেলিফিল্মটি আসছে কোরবানি ঈদের দ্বিতীয় দিন দুপুর আড়াইটায় চ্যানেল আইয়ে প্রচার করা হবে।
জয়নিউজ/আরসি