চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাতের বেলা সব ধরনের মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থানকালে পরিচয়পত্র সঙ্গে রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে নিরাপত্তার স্বার্থে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে প্রশাসন। ক্যাম্পাসে মাইকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হচ্ছে এ নিষেধাজ্ঞা। সভা-সমাবেশ ও মিছিলের পাশাপাশি জন্মদিন পালন ও বার্বিকিউ পার্টির ক্ষেত্রেও এ নির্দেশনা বহাল থাকবে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ক্যাম্পাসে মাইকিং করা হচ্ছে। শীগগির আবাসিক হল ও বিভাগেও নির্দেশনা পাঠানো হবে।