নাইক্ষ্যংছড়িতে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ৪ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

- Advertisement -

বিজিবি ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী কচ্ছপিয়া এলাকা থেকে বিজিবি ১১ ব্যাটেলিয়নের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ ৪০ হাজার নিষিদ্ধ ইয়াবা জব্দ করে। এর বাজারমূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা।

- Advertisement -google news follower

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটেলিয়নের কমান্ডার লে. কর্নেল মো. আসাদুজ্জামান জানান, ইয়াবা পাচারের খবর পেয়ে নাইক্ষ্যংছড়ির রামু সীমান্তবতী কচ্ছপিয়া এলাকা থেকে প্রায় সাড়ে ১৩ কোটি টাকার ইয়াবা জব্দ করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

জয়নিউজ/আলাউদ্দিন/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ