যুক্তরাষ্ট্রের বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারী নিজেও নিহত হন। এসময় হামলাকারীর সঙ্গে গুলি বিনিময়ে ৫ পুলিশ সদস্যও আহত হন।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে শিকাগোর ৪০ মাইল দূরের শহর অরোরার হেনরি প্র্যাট কোম্পানিতে এ হামলার ঘটনা ঘটে। শিকাগোভিত্তিক সান টাইমস ও বিবিসির খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, হামলাকারী গ্যারি মার্টিন নিজেও একসময় হেনরি প্র্যাট কারখানার কর্মী ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, চাকরি থেকে ছাঁটাই হওয়ার পর ৪৫ বছর বয়সী এ ব্যক্তি তুমুল ‘মানসিক চাপে’ ছিলেন।