তিনদিনেও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ

নগরে গ্যাসের জন্য চলছে তীব্র হাহাকার। তিনদিনেও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ।

- Advertisement -

বাসা-বাড়ির পাশাপাশি হোটেল-রেস্তোরাঁতেও জ্বলছে না চুলা। গ্যাসের অভাবে প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনেই দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি।

- Advertisement -google news follower

তবে দ্রুত এ সংকটের সমাধান হবে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির জেনারেল ম্যানেজার (অপারেশন) আনিছ উদ্দিন আহমেদ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে তিনি জয়নিউজকে নিশ্চিত করেছেন।

- Advertisement -islamibank

তিনি বলেন, শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দক্ষিণ হালিশহর আকমল আলী রোড এলাকায় খাল খনন করার সময় গ্যাস সরবরাহ লাইনের ২ ইঞ্চি ফুটো হয়ে গেছে। সেখানে এখনো মেরামতের কাজ চলছে।

নগরের ব্যাটারি গলির গৃহিনী শারমিন সুলতানা জয়নিউজকে বলেন, আজও গ্যাস থাকবে না শুনে ফজর নামাজের সময় উঠে সকালের নাস্তা বানিয়েছি। সকাল হতেই দেখি চুলায় গ্যাস নেই আর। তাই হোটেল থেকে কিনে এনে খেতে হচ্ছে।

এদিকে হালিশহর, পতেঙ্গা, বন্দর, আগ্রাবাদ, জামালখান, আন্দরকিল্লা, আসকারদিঘী, চেরাগি পাহাড়সহ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ আছে।

জয়নিউজ/পার্থ নন্দী
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM