মেসির চোখে শুধুই একটি স্বপ্ন

জাভি, ইনিয়েস্তা, পুয়োলদের কাতারে নাম লিখে এখন নিজের ক্লাব এফসি বার্সেলোনা নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন ক্লাবের নতুন অধিনায়ক লিওনেল মেসি। নেতৃত্বের আর্মব্যান্ড পরে ইতিমধ্যেই দুটি শিরোপা জিতে নিয়েছেন বিশ্বসেরা এই ফুটবলার। স্প্যানিশ সুপার কাপ এবং হুয়ান গাম্পার ট্রফি।

- Advertisement -

তবে, বার্সার মূল লড়াইটা শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকেই। স্প্যানিশ লা লিগা। যদিও, অধিনায়ক মেসির স্বপ্ন কিন্তু এখন একটাই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। অধিনায়ক হিসেবে ইউরোপ সেরার পুরস্কার জেতাই এখন একমাত্র লক্ষ্য মেসির।

- Advertisement -google news follower

বুধবার রাতে নিজ দেশের ক্লাব বোকা জুনিয়র্সের বিপক্ষে মেসি খেলেছেন হুয়ান গাম্পার ট্রফির ম্যাচ। প্রীতি ম্যাচ হলেও এখানে জয়ীর জন্য রয়েছে ট্রফির ব্যবস্থা। সেই ট্রফি জয়ের ঠিক আগ মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বার্সা অধিনায়ক মেসি নিজের স্বপ্নের কথা জানান। তিনি এক কথায় জানিয়ে দিলেন, এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য সম্ভব সব কিছুই করবে তার ক্লাব।

ইউরোপ সেরার ট্রফি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা টানা তিন বছর গেলো বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঘরে। এবার সেই ট্রফিটা রিয়াল থেকে ছিনিয়ে নেয়ার স্বপ্ন মেসির। তিনি বলেন, ‘এই মৌসুমে আমাদের হাতে যে স্কোয়াড রয়েছে, তাতে আমি মনে করি স্বপ্ন দেখাতে বাধা নেই। নতুন যারা এসেছে, তারা আগের চেয়ে এই দলটিকে আরও সেরা প্রমাণে দারুণ সহায়তা করবে বলে আমার বিশ্বাস।’

- Advertisement -islamibank

গত মৌসুম যে একেবারে খারাপ গেলো বার্সার জন্য, তা নয়। মেসি সেটা বলতেও চাননি। তবে এটা জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারাটা ছিল গলার কাঁটা। মেসি বলেন, ‘গত মৌসুমটাও ছিল আমাদের জন্য খুবই ভালো। কারণ, আমরা লা লিগা এবং লিগ কাপের (কোপা দেল রে) শিরোপা জিতেছি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ এখনও গলার কাঁটা হয়ে রয়েছে। বিশেষ করে যেভাবে আমাদের বিদায় ঘটেছে, সেটা মেনে নেয়ার মত নয় (এএস রোমার কাছে অ্যাওয়ে গোলে হেরে)।’

আগামী চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য এখনই অনেকটা নিশ্চয়তা দিয়ে রাখলেন মেসি। তিনি বলেন, ‘আমরা আপনাকে এই প্রতিশ্রুতি দিতে পারি যে, এই বছর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য সম্ভব যা যা করা প্রয়োজন, তার সব কিছুই করবো। কারণ, ক্যাম্প ন্যুতে এই ট্রফিটা ফিরিয়ে আনতে পারলে সেটাই হবে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে দারুণ একটি ব্যাপার।’

এর আগে ২০০৬, ২০০৯, ২০১১ এবং ২০১৫ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সদস্য ছিলেন মেসি। ২০১৫ সালের পর টানা তিন বছর এই ট্রফিটা জিতেছে বার্সার প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এ বছর বার্সা হারিয়েছে তাদের সেরা মিডফিল্ডার এবং অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাকে। তিনি নাম লিখেছেন জাপানের জে লিগে। পরিবর্তে নেতৃত্বের দায়িত্ব এখন মেসির ঘাড়ে।

দুটি বিষয় নিয়েই কথা বলেছেন মেসি। তিনি বলেন, ‘আমরা এই বছর অবশ্যই আন্দ্রেস ইনিয়েস্তাকে অনেক বেশি মিস করবো। তবে, বার্সার মত ক্লাবের নেতৃত্বের দায়িত্ব পাওয়া অনেক সম্মানের। এই ক্লাবে এটা কত বড় সম্মানের সেটা আমি জানি। আমি সৌভাগ্যবান যে আমার সামনে পুয়োল, জাভি, ইনিয়েস্তাদের মত উদাহরণ রয়েছে।’

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM