পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী গুলিবিদ্ধ

নগরের নন্দনকাননে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’গুলিবিদ্ধ হয়েছে আসলাম হোসেন ওরফে ইমন (৩০) নামের এক ছিনতাইকারী। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।

- Advertisement -

ছিনতাইকারী আসলামের নামে নগরের বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

- Advertisement -google news follower

বুধবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে নন্দনকানন বোস ব্রাদার্স মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বোস ব্রাদার্স মোড়ে ছিনতাইকারীদের ধরতে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে
ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আসলাম হোসেন ইমনকে অস্ত্রসহ আটক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গোলাগুলির সময় থানার এএসআই রুহুল ও রণেশ বড়ুয়া আহত হন।

- Advertisement -islamibank

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জয়নিউজকে বলেন, পুলিশকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ছিনতাইকারী আসলামকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আটক করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM