কাশ্মীরের পুলওয়ামা হামলা নিয়ে অবশেষে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জইশ-ই-মুহাম্মদ জঙ্গিদের এ হামলাকে ‘ভয়ঙ্কর পরিস্থিতি’ বলে উল্লেখ করেছেন তিনি।
পুলওয়ামায় আত্মঘাতী হামলার ৫ দিন পর মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হামলার দায় এড়িয়ে যান। উল্টো ইমরান হুঁশিয়ারি দেন, ভারত হামলা করলে পাকিস্তানও পাল্টা হামলা করবে। আর তার পরেরদিনই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র রবার্ট পালাডিনো বলেছেন, ‘ওই হামলায় যেই দোষী হোক, কড়া শাস্তি দিক পাকিস্তান।’
সেইসঙ্গে ভারতকে পূর্ণ সমর্থন দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।